পরশুরাম উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চিথলিয়া ইউনিয়ন । জেলা শহর থেকে ২১ কি,মি, উত্তর পশ্চিমে, ভারত সীমান্ত ঘেষা- সিলোনিয়া ও মুহুরী নদী দ্বারা বিধৌত এই ৩নং চিথলিয়া ইউনিয়ন । যার উত্তরে মির্জানগর ইউনিয়ন, দক্ষিণে ফুলগাজী ইউনিয়ন, পূর্বে বক্সমাহমুদ ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমেও ত্রিপুরা রাজ্য । এ অঞ্চল পারস্পরিক ও ধর্মিয় সম্প্রীতির জন্য প্রসিদ্ধ।
ক) নাম – ৩নং চিথলিয়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৬ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৪০,১৬১ জন (প্রায়)
ক) পুরুষ=১৬৮৩০জন (প্রায়)
খ) মহিলা=১৫৯৭০জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ২৮ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২৭ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৯৫%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,
মাদ্রাসা- ৫টি,দাখিল -০২টি, ফাজিল-০১টি, এবতেদায়ি-০২ টি,
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব জসিম উদ্দিন।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – মরহুম মাওলানা ছিদ্দিকুর রহমান(রহঃ) ওরফে বড় হুজুরের মাজার,
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৩/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১৪/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
উত্তর চন্দনা উত্তর রাজষপুর পাগলীরকুল
মালীপাথর দক্ষিন শালধর উত্তর শালধর
উত্তর ধনীকুন্ডা চিথলিয়া নোয়াপুর
মধ্যম ধনীকুন্ডা দূর্গাপুর রামপুর
রতনপুর পশ্চিম অলকা কুন্ডের পাড়
দক্ষিন চন্দনা পালপাড়া জনমহন পুর
উত্তর শ্রীপুর জঙ্গল ঘোনা সোনাপুর
মধ্যম চন্দনা পূব অলকা কিসমত শালধর
দক্ষিন রাজষপুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) দফাদার-১জন
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পাকা রাস্তা-৪৯কিঃমিঃ
কাচা রাস্তা-১৫ কিঃমিঃ
ঘরের সংখ্যা-৪১৫০টি
খানার সংখ্যা-৬১৯১টি
হেফজ খানা-৭টি
এতিম খানা-০৭টি
মসজিদ-৮০টি
মক্তব-৬৫টি
মন্দির-নাই
মাজার-১৫টি
খানকাশরীফ-৪টি
কবরস্থান-৮৫টি
পুকুর-৯৫টি
সাকো-০৩টি
পোল-৫০টি
কালভাট-১০৮টি
ব্রীজ-১০টি
বিওপি ক্যাম্প-৩টি
সরকারী অফিস-৩টি
গভীর নলকূপ-১৮৫টি
অগভীর নলকূপ-৭০০টি
স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন-৩৮০৩টি
অস্বাস্থ্যকর ল্যাট্রিন-৮৯০টি
কোন ল্যাট্রিন নেই-৩৫৫ পরিবার
ইপিআই কেন্দ্র-২৮টি
পোষ্ট অফিস-০৩টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস